October 11, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Attack : আক্রান্ত বিজেপি বিধায়ক শংকর ঘোষ ও সাংসদ খগেন মূর্মূ

শিলিগুড়ি , ৬ অক্টোবর : বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়েই আক্রান্ত বিজেপি বিধায়ক শংকর ঘোষ ও সাংসদ খগেন মূর্মূ |

ডুয়ার্সের নাগরাকাটায় বন্যা পরিস্থিতিতে এলাকার মানুষ একেবারে সর্বস্বান্ত । ঘরবাড়ি জলমগ্ন , ফসল নষ্ট , বহু মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে । বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ । তার সঙ্গে ছিলেন মালদার সাংসদ খগেন মূর্মূ । উদ্দেশ্য ছিল বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা সরেজমিনে দেখা এবং তাদের পাশে দাড়ানোর আশ্বাস দেওয়া।

কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিল । স্থানীয় সূত্রে খবর , বিধায়ক ও সাংসদের গাড়ি নাগরাকাটার ভেতর প্রবেশ করার সময় হঠাৎ একদল উত্তেজিত লোক তাদের ঘিরে ধরে । অভিযোগ উঠেছে , ওই সময় ইট-পাথরের বৃষ্টি শুরু হয় । মুহূর্তের মধ্যেই ভাঙচুর চালানো হয় শংকর ঘোষের গাড়িতে । গাড়ির জানলার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায় । আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে ।
গুরুতর আহত হন খগেন মূর্মূ | এদিন বিকালেই শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *