শিলিগুড়ি , ৯ সেপ্টেম্বর : গোপন তথ্যের ভিত্তিতে প্রধান নগর থানার পুলিশ একটি পোস্টাল পার্সেল গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ বাজেয়াপ্ত করল ।
এই ঘটনায় পুলিশ গাড়ির চালক এবং সহ চালককে গ্রেপ্তার করে ।
সূত্রের খবর অনুযায়ী, পুলিশ খবর পেয়েছিল যে বিহার নম্বর (নম্বর BR 01 GN 5239) সহ একটি ডাক পার্সেল গাড়ি চম্পাসারি জাতীয় সড়ক-৩১ হয়ে চেকপোস্ট হয়ে বিহারে যাচ্ছে, যেখানে অবৈধ মদ পাচার করা হচ্ছে ।
তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই স্টেশন ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল গঠন করা হয় এবং চম্পাসারি মহানন্দা সেতুর কাছে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
তদন্তের সময়, সন্দেহের ভিত্তিতে পুলিশ গাড়িটি থামায় । জিজ্ঞাসাবাদের সময়, চালক স্বীকার করেন যে গাড়িতে মদ ছিল, কিন্তু তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেনি।
এরপর, গাড়িটি তল্লাশি করে, কার্টন থেকে প্রচুর পরিমাণে বিদেশী মদ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে বিহারে সম্পূর্ণ মদ নিষিদ্ধ, তাই বিহারে মদ পাচারের চেষ্টা করা হচ্ছে।
অভিযুক্তদের নাম প্রেম কুমার এবং সন্তোষ কুমার, দু'জনেই বিহারের মুজাফফরপুর জেলার বাসিন্দা ।
অপরাধ
Police : পোস্টাল পার্সেল গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ বাজেয়াপ্ত
- by Soumi Chakraborty
- September 9, 2025
- 0 Comments
- Less than a minute
- 168 Views
- 5 hours ago
