June 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : লরিতে তল্লাশি করে উদ্ধার ৫৫টি মহিষ , গ্রেপ্তার ৬

শিলিগুড়ি , ২৬ জুন : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি কন্টেনার ও লরি আটক করে পুলিশ । লরিতে তল্লাশি করতেই উদ্ধার হয় মহিষ । এই ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বিধাননগর থানার পুলিশ।

ধৃতদের নাম এমডি কবির হোসেন (২৩) মাজিউদ্দিন(২৬) তিমুর আলি(১৮) সাইদূল রহমান(১৯) আর্সাদুল(৩৭) সাহামাদ আলি(৩৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে কন্টেনার থেকে ২৪টি মহিষ এবং লরির থেকে ৩১ টি মহিষ মোট ৫৫টি মহিষ উদ্ধার হয়েছে । উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ।

মহিষগুলোকে খোয়ারে পাঠানো হয়েছে | দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে । বুধবার ধৃত ছয় জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্তে নেমেছে বিধান নগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *