শিলিগুড়ি , ২৫ অগাষ্ট : একজন ব্যস্ত রাখছিল , আরেকজন হাত সাফাই করে পালালো। দোকানদারের নজরে আসতেই মাথায় হাত পড়ল। দুস্কৃতীদের আবারও টার্গেট সোনার দোকান।
শিলিগুড়িতে আবার সোনার দোকানে চুরি । এবার শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত শিব মন্দির বাজারে চুরির ঘটনা । চাঞ্চল্য গোটা বাজার চত্বরে ।
সোমবার বেলা বারোটা নাগাদ শিবমন্দির বাজারের এই জুয়েলারিতে প্রথমে এক যুবক সোনার লকেট কিনতে ঢোকেন । বেশ কয়েকটি লকেট দেখার পরেও পছন্দ না হওয়ায় সোনার চেইন দেখবেন বলে জানায় । এরপর একের পর এক সোনার মালা দোকানীর কাছ থেকে দেখতে চাইছিলেন ওই যুবক।
কিছুক্ষণ বাদেই আরেক যুবক ওই জুয়েলারিতে আসে ।
সোনার চেইন গুলির ওজন এবং দাম নিয়ে দোকানদারের সঙ্গে এক যুবক কথা বলছিলেন । ঠিক সেই সময় অপর যুবক ওই দোকানের কাউন্টারে রাখা ১০ টি সোনার চেইন নিয়ে নিমেষেই চম্পট দেয় ।
পাশাপাশি প্রথমে যে যুবক সোনার মালা দেখতে ঢুকেছিল , সেও পছন্দ হচ্ছে না বলে কয়েক মিনিটের মধ্যেই দোকান থেকে দৌড়ে বেরিয়ে আসে। রাস্তার ওপর রাখা মোটর বাইকে চেপে পালিয়ে যায়। স্থানীয় এক দোকানদারের নজরে আসে বিষয়টি। বেশ সন্দেহ হয় তার । এরপর সোনার দোকানে গিয়ে শোনেন চেইন নিয়ে চম্পট দিয়েছে । নিমেষেই দোকান থেকে বেরিয়ে অভিযুক্ত যুবককে ধরতে গেলেও আর খুঁজে পাওয়া যায়নি তাদের । এমনকি কোনদিকে গিয়েছে , সেটাও খেয়াল করতে পারেননি।
এরপর ওই জুয়েলারির মালিক হরিপদ সরকার খবর দেন মাটিগাড়া থানার পুলিশকে । খবর পেয়ে আসে মাটিগাড়া থানার পুলিশ । জানা গিয়েছে , ১০টি চেইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা । সোনার জিনিস খুইয়ে মাথায় হাত পড়েছে হরিপদ বাবুর ।
তার দাবি , বাড়িঘর না করে সমস্ত পুঁজি ব্যবসায় লাগিয়েছেন । এখন এতগুলো চেইন হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এলাকার সিসিটিভি ফুটেজ এবং দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ ।