শিলিগুড়ি , ২৫ জুলাই : ময়নাগুড়ি থেকে উদ্ধার হল চুরি যাওয়া বাইক | গ্রেপ্তার দুই অভিযুক্ত |
মাটিগাড়া থানার পুলিশ চুরি যাওয়া একটি মোটর সাইকেল উদ্ধার করল | ২১ জুলাই মাটিগাড়ায় বাইক চুরির পর ২৩ তারিখ থানায় অভিযোগ দায়ের করেন গাড়ির মালিক। তদন্তে উঠে আসে , বাইকটি ময়নাগুড়িতে রয়েছে ।
পুলিশ সেখান থেকেই বাইকটিকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে স্বপ্নময় দাস ও রূপল দেবগুপ্ত নামে দুই জনকে । তারা দু’জনেই ময়নাগুড়ির বাসিন্দা । ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় আজ । তদন্ত চলছে ।