July 23, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Investigation : যুবতীদের পাচারের ঘটনার তদন্তে মিলছে আরও তথ্য

শিলিগুড়ি , ২৩ জুলাই : চাকরীর প্রলোভন দেখিয়ে তরুণী পাচারের ঘটনায় আটক সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর বীরেন্দ্র প্রতাপ সিং। যদিও তার দাবী , বৈধ নথি দিয়েই ২০২২ থেকে সেন্টারটি চলছে । এখানে হোটেল ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেওয়া হত। তবে ৫৬ জন তরুণীকে বেঙ্গালুরুতে একটি ইলেক্ট্রনিক্স স্কুটির সংস্থায় চাকরীর সুযোগ দেওয়া হয়েছিল। অফার লেটারও রয়েছে ।
নিউ জলপাইগুড়ি জিআরপি জানিয়েছে জিতেন্দ্র কুমার এর ছত্তিশগড় কানেকশন রয়েছে এবং ধৃত মহিলা চন্দ্রিমা কর শিলিগুড়ির বাসিন্দা বলে পুলিশকে জানালেও তার সঠিক ঠিকানা এখনো খুঁজে পাওয়া যায়নি। ধৃতদের গতকাল আদালতে পাঠিয়ে ছয় দিনের রিমান্ডে নিয়েছে জিআরপি।


জানা গিয়েছে হোটেল ম্যানেজমেন্ট এর কোর্স করিয়ে ওই ৫৬ জন যুবতীকে ভিন রাজ্যে ইলেকট্রিক স্কুটার কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনে করে। আজ দুপুরে জিতেন্দ্র কুমার কে নিয়ে ঠাকুরনগরের ওই ইনস্টিটিউট এবং হস্টেলে হানা দেয় জিআরপি ।

তিন তলা ওই বিল্ডিং ২ লক্ষ টাকায় ভাড়া নেওয়া হয়েছিল । জিআরপি ধৃতকে নিয়ে ওই বিল্ডিংয়ে অভিযান চালিয়ে প্রচুর নথি উদ্ধার করে । বিল্ডিংয়ে দেখা গিয়েছে ধৃতরা মোটামুটি ব্যবসার সবকিছু গুটিয়ে নিয়েছিল । ‌ প্যাকেট বন্দি করে ফেলা হয়েছিল সমস্ত কম্পিউটার থেকে শুরু করে সিপিইউ । ‌ চারতলা ওই বিল্ডিং এর এক একটি রুমে একেক রকম কাণ্ডকারখানার তথ্য পায় জিআরপি । ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *