শিলিগুড়ি , ১২ জুলাই : ফের চুরি শহরে । এবার চুরি রেল কোয়ার্টারে |
বাড়ির সদস্যদের স্প্রে করে ওষুধ দিয়ে অজ্ঞান করে সমস্ত কিছু চুরি করে নিয়ে পালালো চোরের দল। চাঞ্চল্য শিলিগুড়ির সেন্টাল কলোনীর নেতাজি ক্লাবের সামনে ।
বাড়ির মালিক জানিয়েছেন , সারা রাত গরমে ঘুমোতে পারেননি , তাই বাড়ির পেছন দিকের গেট খোলা রেখে মাঝরাতে ঘুমিয়েছিলেন রেলের কর্মী এবং তার স্ত্রী ও সন্তান । আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে চোরের দল।
এরপর একেক করে বাড়ির সমস্ত সোনা ও রূপোর জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল । যদিও বাড়ির মালিকের দাবি , রাত ৩ টের সময়ও জেগেই ছিলেন তারা। বাড়িতে আত্মীয়রা এসেছিল। গতকালই তারা বাড়ি ফিরে গিয়েছেন । তাদের সঙ্গে কথা বলে রাত ৩ টার সময় তাদের ছেলে কাঁদছিল বলে বিছানায় গিয়ে শুয়ে ছিল সবাই। আর তারপরই তাদের আর কোনো হুঁশ ছিল না ।
সকাল ৯টার সময় ঘুম ভাঙে তাদের। দেখেন মাথা ঝিমঝিম করছে। কোনোভাবেই চোখ খুলতে পারছেন না। এমনকি চোখের মধ্যে কেমিক্যাল জাতীয় কিছু লেগে রয়েছে। তারপর ঘরের দিকে নজর পড়তেই দেখেন গোটা ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে । তখনই বুঝতে পারেন ঘরে চোরের আগমন ঘটেছে। সবটা নিয়ে চলে গেছে ।
আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ । ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।