July 7, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Crime : চোরেদের টার্গেট শালুগাড়া হাই স্কুল ! ক্ষোভ স্থানীয়দের

শিলিগুড়ি , ৭ জুলাই : ফের চুরি স্কুলে | শালুগাড়া হাই স্কুলে আজ ফের চুরির ঘটনায় ক্ষুব্ধ সকলে । মাত্র তিন দিন আগে , ৪ জুলাই ২০২৫ তারিখে একই স্কুলে চুরির ঘটনা ঘটেছিল।

সূত্রের খবর অনুযায়ী , চোরেরা এবারও স্কুলে ঢুকে বৈদ্যুতিক তার , পাখা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করেছে | স্কুলকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলছে বারবার । বারবার ঘটে চলা এই চুরির ঘটনায় স্কুল প্রশাসন এবং স্থানীয় মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ।

স্কুলের দাবি , বারবার ঘটে চলা এই ঘটনাগুলির ফলে শুধু স্কুলের সম্পত্তিরই ক্ষতি হচ্ছে না | বরং শিক্ষার পরিবেশও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে । গরমের মধ্যে ছাত্রছাত্রীদের পাখা ছাড়া পড়াশোনা করতে হচ্ছে , যা তাদের স্বাস্থ্য এবং পড়াশোনার উপর নেতিবাচক প্রভাব ফেলছে ।

স্কুলের পক্ষ থেকে পুলিশের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে এর আগে একাধিকবার | কিন্তু যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং দ্রুত পদক্ষেপের অভাবে চোরদের সাহস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।

স্কুল প্রশাসন পুনরায় পুলিশের কাছে আর্জি জানিয়েছে , যে এই ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্ত করা হোক | দোষীদের গ্রেপ্তার করা হোক এবং স্কুল প্রাঙ্গণের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *