March 12, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার , গ্রেপ্তার তিন

শিলিগুড়ি , ২৫ ফেব্রুয়ারী : চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ । গ্রেপ্তার তিন অভিযুক্ত ।
গত ২২ তারিখ শালবাড়ি এলাকা থেকে একটি ল্যাপটপ চুরি যায়। একটি বাড়ি থেকে ওই ল্যাপটপ চুরি হয়েছিল । বিষয়টি নিয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের হয় গতকাল সকালে । অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ । অবশেষে সাফল্য ।

১২ ঘন্টার মধ্যেই উদ্ধার ল্যাপটপ । এই ঘটনায় প্রধাননগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ গ্রেপ্তার করল তিন অভিযুক্তকে । ধৃতদের নাম সুধাংশু গুুরুং , অনুজ দর্জি , প্রদীপ দর্জি ।

এই চুরির ঘটনায় মূল অভিযুক্ত সুধাংশু গুরুং । ল্যাপটপ চুরি করে সে বিক্রি করে অনুজ দর্জিকে এবং অনুজ দর্জি বিক্রি করে প্রদীপ দর্জিকে । ধৃত তিন জনকেই আজ শিলিগুড়ি আদালতে পেশ করে প্রধাননগর থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *