শিলিগুড়ি , ২১ জানুয়ারী : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ২ যুবককে গ্রেপ্তার করল গতকাল রাতে । শহীদ নগরের বাসিন্দা এক ব্যক্তির উপর হামলার অভিযোগে ।
ধৃত যুবকদের নাম মোঃ সাদ্দাম এবং অভিষেক মজুমদার।
ভক্তিনগর থানায় এই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন পবন রায় নামে এক ব্যক্তি। তার অভিযোগ ৪৩ নম্বর ওয়ার্ডের শহীদ নগরে পবন রায়ের উপর হামলা চালিয়েছিল এই দুই যুবক।
জানা গিয়েছে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত দুই যুবক পবন রায় এর উপর হামলা চালায়। গতকাল ভোররাতে এই ঘটনা ঘটেছিল। অভিযোগ ওই দুই যুবক পবন রায়ের পথ আটকে তার কাছে টাকা চায়। যখন পবন রায় তাদেরকে টাকা দিতে অস্বীকার করে তখন পবন রায়ের উপর হামলা চালায় দুই অভিযুক্ত বলে অভিযোগ। ধারালো হাতিয়ার দিয়ে হামলা চালানো হয় পবন রায়ের ওপর বলে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
হামলার ঘটনার পর চিকিৎসা করিয়ে তিনি সোজা চলে যান ভক্তিনগর থানায় এবং ২ যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ।
পবন রায়ের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃত দুজনকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানা।