June 23, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Investigation : ফ্ল্যাট থেকে উদ্ধার অসুস্থ ব্যক্তির মৃতদেহ , তদন্তে পুলিশ

শিলিগুড়ি , ১৫ জুন : ফ্ল্যাট থেকে উদ্ধার অসুস্থ ব্যক্তির মৃতদেহ | ঘটনার তদন্তে এনজেপি থানার পুলিশ

এনজেপি থানা এলাকায় ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা মৃতদেহ । ভক্তিনগর মেইন রোডে অবস্থিত একটি ফ্ল্যাটে একাই থাকতেন ৫৬ বছর বয়সী শুভব্রত দে ।
প্রায় তিন বছর আগে ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যু হয় ।
তারপর থেকে একাই ফ্ল্যাটে বসবাস করতেন সেই ব্যক্তি । পাড়া-প্রতিবেশীদের থেকে জানা গেছে নিঃসন্তান ছিলেন শুভব্রত বাবু । গত কয়েকদিন ধরে ফ্ল্যাট কর্মরত কাজের লোক এসে বেল বাজালেও কোনো রকম উত্তর না পেয়ে শেষ পর্যন্ত ফিরে যায় । আজ সকালে ফ্ল্যাটের বেল বাজালে কোনোরকম উত্তর মেলেনি ।

অন্যদিকে ফ্ল্যাটের ভেতর থেকে ভেসে আসে দুর্গন্ধ । খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর ও এনজেপি থানায় । পুলিশ এসে ফ্ল্যাট খুলে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন শুভব্রত দে।
পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
অন্যদিকে কিভাবে ওই ব্যক্তি মারা গেলেন এবং কবে মারা গেলেন তা নিয়ে ইতিমধ্যে পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *