October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

NJP Police : চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে মোটর বাইক উদ্ধার

শিলিগুড়ি , ২৬ এপ্রিল : নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে চুরি যায় একটি মোটর বাইক । অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মোটর বাইক সহ তিনজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ।

বুধবার তিনজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। জানা গিয়েছে ঘটনায় ধৃত তিনজন হল সূর্য সিং , মিঠুন রায় ও অমূল্য রায় । ধৃতদের মধ্যে সূর্য সিংয়ের বাড়ি বাড়িভাষা এলাকায়, মিঠুন রায় ফুলেশ্বরী দেশবন্ধুপাড়া এবং অমূল্য রায় দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্য সিং মোটরবাইকটি চুরি করে। এরপরে মিঠুন রায়ের গ্যারেজে নিয়ে যায়। সেখানে সেই মোটরবাইকের সমস্ত জিনিসপত্র পালটে অমূল্য রায়ের কাছে মোটরবাইক বিক্রি করেছিল। ধৃতদের আদালতে পাঠিয়ে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

খুশি গাড়ির মালিক রানা সাহা এবং তার বন্ধু বাবন সরকার | তারা জানিয়েছেন , এনজেপি থানার পুলিশ যেভাবে কাজ করছে তাতে সাধারণ মানুষ উপকৃত হবেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *