শিলিগুড়ি , ১১ মার্চ : খাবারের দাম নিয়ে বাকবিতন্ডা , মলের কর্মীকে চাকু মারল ক্রেতা । ঘটনায় আহত ২ ।
আইসক্রিমের দাম নিয়ে বিক্রেতার সাথে ক্রেতার বাকবিতন্ডা শিলিগুড়ির সেবক রোডের একটি মলে । পড়ে মলের মহিলা কর্মীকে কুপ্রস্তব | বাকবিতন্ডা থেকে শুরু হয় হাতাহাতি । হাতাহাতির সময় পকেট থেকে চাকু বের করে বিক্রেতার উপর চরাও হয় ক্রেতা । এতে আহত হয় আইসক্রিম দোকানের ২ কর্মচারী । ঘটনায় অভিযুক্তদের আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ।
শিলিগুড়ির সেবক রোডের একটি শপিং মলে দু’জন ভুটানের বাসিন্দা এসে একটি আইসক্রিমের দোকানে প্রথমে আইসক্রিম খায় তার পর দাম হিসেবে বিক্রেতাকে কম টাকা দেওয়ায় কর্মচারীরা দোকানে মালিকে খবর দিলে মালিক এসে বিক্রেতাদের আইসক্রিমের দাম মিটিয়ে দিতে বলে এর পরে ক্রেতাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে দোকানের মালিকের উপর হামলা চালাতে গেলে মালিক সরে গেলে ওই দোকানের কর্মীর গলাতে আঘাত লাগে । কর্মীদের চিৎকার শুনে ছুটে আসে পাশের দোকানের কর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। তাদের ও ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।
পাশাপাশি পাশের একটি দোকানে ঢুকে মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও ওঠে ধৃতদের বিরুদ্ধে । ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ।আটক করা হয় ভুটানের বাসিন্দা দুই অভিযুক্তকে।