July 26, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Rape Charges : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক

শিলিগুড়ি, ২৫ জুলাই : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার স্কুল শিক্ষক । এক মহিলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় ।

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি পূর্ব ধনতলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । অভিযোগ এক মহিলার সঙ্গে দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক থাকার পরও , অবশেষে বিয়ে থেকে পিছু হঠলেন ফুলবাড়ি মার্ডার মোড় নিবাসী বিবাহিত স্কুল শিক্ষক । সেই অভিযোগে নিউ জলপাইগুড়ি থানায় প্রতারণা ও ধর্ষণের মামলা দায়ের করেন অভিযুক্তের প্রাক্তন সঙ্গিনী।

জানা গেছে , অভিযুক্ত ব্যক্তি একজন স্কুল শিক্ষক এবং দুই পক্ষই বিবাহিত । দুই জনেরই সন্তান রয়েছে এবং উভয়েই একই এলাকার বাসিন্দা ।

অভিযোগকারী বিধবা মহিলার দাবি , ২০১৭ সাল থেকে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় । শুরুতে প্রেমের সম্পর্ক থাকলেও , পরে শিক্ষক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু সাম্প্রতিক সময়ে মহিলা বিয়ের প্রসঙ্গ তোলায় অভিযুক্ত তা এড়িয়ে যেতে শুরু করেন বলে অভিযোগ ।

এই পরিস্থিতিতে ওই মহিলা বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থানায় ধর্ষণ এবং প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর মাত্র দুই ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *