শিলিগুড়ি , ৪ জুলাই : শহরের পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল শিলিগুড়ি পুরনিগম |
পার্কিং ব্যবস্থা নিয়ে যাতে আর কোনো রকম অভিযোগ না ওঠে সেজন্য বরাত প্রাপ্ত সংস্থার সঙ্গে বৈঠক করল পুরনিগম কর্তৃপক্ষ ।
মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক কার্যালয়ে বরাত প্রাপ্ত সংস্থার সঙ্গে বৈঠকে বসেন শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং পার্কিংয়ের মেয়র পারিষদ রাজেশ প্রসাদ শা। এখন থেকে শিলিগুড়ি পুরনিগমের অধীন শহরের সমস্ত এলাকার পার্কিংয়ে স্লিপ দেওয়া হবে পুরনিগমের তরফে। কোন সংস্থা নিজে থেকে আর স্লিপ ব্যবহার করতে পারবে না। পাশাপাশি পার্কিং আদায় থাকা কর্মীদের পুরনিগমের তরফ থেকে দেওয়া হবে পরিচয় পত্র । পাশাপাশি কোথাও যদি অতিরিক্ত পার্কিং ফি আদায় করা হয় তবে তার বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।