জলপাইগুড়ি , ২২ জুলাই : ছাগলের টোপ দিয়ে খাঁচা বন্দি হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ |
ছাগলের টোপ দিয়ে খাঁচা বন্দি হল চিতাবাঘ । ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভগৎপুর চা বাগানের ঘটনা । বেশ কিছুদিন ধরে ভগৎপুর চা বাগানে চিতা বাঘের উপস্থিতি লক্ষ্য করছিলেন চা শ্রমিকরা । আতঙ্ক ছড়িয়েছিল গোটা চা বাগানে । এরপর চিতাবাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে শ্রমিক মহল্লার কাছে ১৫ নম্বর সেকশনে খাঁচা পাতে বন দপ্তর ।
খাবারের লোভে শনিবার ভোরে অবশেষ খাঁচাবন্দি হল পূর্ণ বয়স্ক চিতাবাঘটি । এদিন চিতাবাঘের গর্জন শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা । বনদপ্তর সূত্রে খবর , এদিন উদ্ধার হওয়া পুরুষ চিতা বাঘটিকে সকালেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।