Drug : বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার
শিলিগুড়ি , ২৪ অক্টোবর : বিহারে পাচারের আগে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ । আটক করা হয়েছে পাচারের কাজে ব্যবহার করা একটি চারচাকার গাড়ি । কোচবিহারের বাসিন্দা আইনুল মিয়াঁ , কোচবিহারের দেওয়ান হাট থেকে প্রায় ৩৭ কিলো গাঁজা একটি চারচাকা গাড়িতে নিয়ে পাচারের উদ্যশ্য বিহার নিয়ে যাচ্ছিল ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে […]