Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Worker : নার্সিংহোম থেকে ১০০ কর্মী ছাঁটাই , জবাব মেলেনি কর্তৃপক্ষের
উত্তরবঙ্গ ঘটনা

Worker : নার্সিংহোম থেকে ১০০ কর্মী ছাঁটাই , জবাব মেলেনি কর্তৃপক্ষের

শিলিগুড়ি , ১৭ জুলাই : শিলিগুড়ির এসএফ রোডস্থিত একটি নার্সিংহোম থেকে প্রায় ১০০ কর্মীকে ছাঁটাই করা হল | অধিকাংশই রয়েছে দরিদ্র পরিবার থেকে । হঠাৎ করে কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন ওই সমস্ত কর্মীরা । কর্মহীন হয়ে অনেকেই মৃত্যুকে শ্রেয় বলে মনে করছেন ।

ওই নার্সিংহোমে কেউ ১০ বছর , কেউ ১৫ , কেউ হয়তো ২০ বছর ধরে কাজ করছেন । সকলেরই কাজ একসাথে চলে যাওয়ায় প্রবল দু:শ্চিন্তায় পড়েছেন তারা । তবে কেন কি কারনে তাদের ছাঁটাই করা হল সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ ।

এসএফ রোডের নিউরোসার্জেন্টের নার্সিংহোমে দীর্ঘদিন কর্মরত থাকা কর্মীরা নিজেরাও বুঝে উঠতে পারছেন না কেন তাদের ছাঁটাই করা হল । তবে নার্সিংহোমটি অন্য নামে ফুলবাড়িতে নতুন করে চালু করা হলেও সেখানে জায়গা হয়নি এই পুরনোদের। সকলকেই প্রায় ছাঁটাই করে নতুন কর্মী নিয়োগে উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ । কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version