Khabar Samay Bangla Blog অপরাধ Crime : প্রায় কোটি টাকার নেশার সামগ্রী সহ গ্রেপ্তার দুই
অপরাধ

Crime : প্রায় কোটি টাকার নেশার সামগ্রী সহ গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ১১ জুলাই : নেশার জন্য ব্যবহারকারী ওষুধ সহ ২ জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি এসটিএফ । শুক্রবার গোপন খবরের ভিত্তিতে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকা থেকে একটি মালবাহী গাড়ি থেকে বিপুল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ । এই ঘটনায় গাড়ির চালক ও সহকারি চালককে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হল সত্যেন্দ্র ঠাকুর (উত্তর প্রদেশ) ও অভিনয় মিশ্রা (মধ্যপ্রদেশ) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , গোপনসূত্রে খবর পেয়ে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকায় একটি মালবোঝাই গাড়িতে তল্লাশি চালায় পুলিশ । সেখান থেকে উদ্ধার হয় প্রায় হয় ১৫০০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ।

বাজেয়াপ্ত নেশার সামগ্রীর বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা । কাফ সিরাপগুলি উত্তরপ্রদেশ থেকে কোচবিহারে নিয়ে যাওয়া হচ্ছিল । ধৃতদের আগামীকাল আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version