শিলিগুড়ি , ২৪ জানুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের ২৭ নম্বর ওর্য়াডের দেশবন্ধুপাড়ায় অবস্থিত আর্য সমিতির চলতি বছর ৭৫ তম বর্ষপূর্তি । এই উপলক্ষে সারা বছর ধরে নানা কর্মকাণ্ড গৃহীত হয়েছে। আজ আর্য সমিতির সভা কক্ষে এক সাংবাদিক বৈঠকে হাজির হন ৭৫ বৎসর উৎযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক মেয়র গৌতম দেব , সহকারী পৃষ্ঠপোষক ডেপুটি মেয়র রঞ্জন সরকার , আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার ও অন্যান্যরা ।
গৌতমবাবু প্রথমে আর্য সমিতির ইতিহাস সমন্ধে বিস্তারিত জানান এবং আবেগের সঙ্গে , এই আর্য সমিতিকে নুতন ভাবে তৈরী করার পরিকল্পনা করতে প্রস্তাব দেন । গৌতম দেব আরও জানান নুতন ভাবে ভবন তৈরী করে তাতে হল ঘর এবং থিয়েটারের যাবতীয় ব্যবস্থা করবার পরিকল্পনা রয়েছে ।
আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার জানান , আর্য সমিতির ৭৫ তম বর্ষকে স্মরণীয় করে রাখতে সারা বছর নানান সমাজ সেবামূলক অনুষ্ঠানের পাশাপাশি ক্রীড়া , থিয়েটার ,চলচ্চিত্র উৎসবের মাধ্যমে পালিত হবে । রাণাবাবু এ ও জানান তাদের এই কর্মকাণ্ডে শহরবাসীকে সাথে নিয়ে এগোতে চান ।