January 27, 2025
Sevoke Road, Siliguri
জীবনধারা দার্জিলিং

College : সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের আয়োজন

শিলিগুড়ি , ২৫ জানুয়ারী : পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের সঙ্গে শিলিগুড়ি মহাবিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস ২০২৫ এর রাজ্য স্তর সমারোহ মহাবিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে । মূলত, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কি কি অগ্রগতি হচ্ছে , তা তুলে ধরতেই এই কংগ্রেসের আয়োজন ।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব , শিলিগুড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ সুজিত ঘোষ ও কলেজ পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর সহ আইএসআই কলকাতার অধ্যাপক পবিত্র বণিক , আইআইটি খড়্গপুরের অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী , উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রনধীর চক্রবর্তী , টিআইএফআর’য়ের অধ্যাপক শংকর ঘোষ সহ এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষাবিদদের উপস্থিতিতে এদিন এই আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধন হয় । এছাড়াও বিজ্ঞান কংগ্রেসের অনুষঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয় শিলিগুড়ি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা ।

দুই দিনের এই কংগ্রেসে উত্তরবঙ্গের দার্জিলিং , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহার ও কালিম্পং এই পাঁচ জেলা থেকে যোগ দিচ্ছেন ১৬৯ জন প্রতিনিধি । বিজ্ঞানের নানা ক্ষেত্রে নিজেদের গবেষণাপত্র তুলে ধরবেন প্রতিনিধিরা । এর আগেও ২০১৭ সালে এই কংগ্রেসের আয়োজন করে শিলিগুড়ি কলেজ বলে জানানো হয় আয়োজক কমিটির তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *