শিলিগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : হাতির হানায় ছাত্র মৃত্যুর ঘটনায় এবার মৃতের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী । মর্মান্তিক ওই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি ইতিমধ্যে বন , পুলিশ ও শিক্ষা দপ্তরকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি । পাশাপাশি , ঘটনার পর মৃতের মায়ের শারীরিক পরিস্থিতির কথা শুনে উদবেগ প্রকাশ করেন তিনি।
বাগডোগরা বিমানবন্দরে ফের সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী । তিনি বলেন , “শুনেছি মৃতের মা অজ্ঞান রয়েছে। আমি বলেছি পরিবারের লোক রাজী থাকলে এয়ার এম্বুলেন্স করে কলকাতায় নিয়ে যেতে । এসএসকেএমে আইসিসিইউ তৈরি রাখতে বলেছি ।” তিনি এও জানান , তিনি যে হেলিকপ্টারে করে মেঘালয় গিয়েছিলেন, সেই হেলিকপ্টার রেখে দিতে। প্রয়োজনে সেই হেলিকপ্টারে করে মৃত ছাত্রের মাকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। সঙ্গে থাকা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তিনি গোটা বিষয়টি মনিটরিং করার নির্দেশ দেন ।