শিলিগুড়ি ,৩০ অক্টোবর : টাকা দিলেই মিলত নকল জন্ম মৃত্যু শংসাপত্র | গ্রাহক সেজে শিলিগুড়ির বাগডোগরায় জাল সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত গ্রেপ্তার |
জন্ম ও মৃত্যু শংসাপত্র টাকা দিলেই মিলত সরকারি স্বীকৃতির সেই নথি । অবশেষে জাল শংসাপত্র চক্রের পান্ডা লালন কুমার ওঝাকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
পুলিশ সূত্রে খবর , শিলিগুড়ি মহকুমা এলাকার বাগডোগরা পুটিমারী বাসিন্দা ৩৫ বছরের লালনের বিরুদ্ধে ভুয়ো নথি তৈরির অভিযোগ ওঠে । সম্প্রতি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু সংশয়পত্র তৈরির অভিযোগ সামনে আসার পর গ্রেপ্তার হয় দু’জন । তাদের জেরা করেই উঠে আসে লালনের নাম।
এরপর পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ গোয়েন্দা শাখা যৌথভাবে গ্রাহক সেজে লালনের বাড়িতে গ্রাহক সেজে ও জাল নথি তৈরি করে দেওয়ার কথা জানালে সেখানেই পাকড়াও হয় অভিযুক্ত । পুলিশ সূত্রে আরো খবর , তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র , আধার ও প্যান কার্ডের নকল কপি সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি।
পুলিশি অনুমান , দীর্ঘদিন ধরেই এই জাল নথি তৈরি করে মোটা অঙ্কের বিনিময়ে তা বিভিন্ন মানুষকে সরবরাহ করা হত । চক্রের সঙ্গে আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। আগামীকাল অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পাঠানো হবে।
