August 5, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Border : ভুয়ো আধার কার্ড বানিয়ে ভারতে বসবাসের অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি ৫ অগাষ্ট : বাংলাদেশীর কাছে ভারতীয় আধার কার্ড | খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের ছোটো বদরা জোত এলাকায় পরিচয় গোপন করে ভুয়ো আধার কার্ড বানিয়ে বসবাসের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশী নাগরিক | কাকার বাড়িতে আশ্রয় পেয়ে অবৈধভাবে বসবাস।

ধৃতের নাম পলাশ চন্দ্র রায় , বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা । গত বছরের অক্টোবর মাসে ভারত বাংলাদেশের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ছোটো বদরা জোতে কাকার বাড়িতে আশ্রয় নেয় ধৃত । এদিন ধৃতের হেফাজত থেকে বাংলাদেশি পরিচয় পত্র ও ভারতীয় আধার কার্ড উদ্ধার করেছে এস‌এসবি ।

পরবর্তীতে ভারত অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ।

মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করবে পুলিশ । গত বেশ কয়েকদিন ধরে সীমান্তে একের পর এক বাংলাদেশী গ্রেপ্তার করেছে এস‌এসবি ৪১ নং ব্যাটেলিয়নের জ‌ওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *