শিলিগুড়ি , ৫ মার্চ : চলন্ত চারচাকা মালবাহী গাড়ি জাতীয় সড়কে দাঁড় করিয়ে গাড়ির চালককে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী । অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার হল অভিযুক্ত | উদ্ধার হয়েছে মালবাহী গাড়ি।
গত মাসের ২৪ তারিখ রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলে ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কে একটি ছোট চারচাকা মালবাহী গাড়ি চালককে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী । এরপরেই কোনক্রমে সেই চালক রাস্তায় থাকা টহলদারি পুলিশের ভ্যানে থাকা কর্মীদের বিষয়টি জানান । এর পরে সেই গাড়ির খোঁজ শুরু করে পুলিশ । গাড়ির মালিকের পক্ষ থেকে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ করা হয় । ঘটনার তদন্ত শুরু করে ফাঁসিদেওয়ার সাদা পোশাকের পুলিশ।
এরপরই গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক পাশ থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের নাম রবীন মন্ডল | সে ফুলবাড়ী পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা ।
তার কাছ থেকে উদ্ধার করা হয় চারচাকা মাল গাড়িটি । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । গাড়ি চুরির পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে ফাঁসিদেওয়া পুলিশ।