শিলিগুড়ি , ২৫ মার্চ : সাত মাস পর চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টায় সফল হল মাটিগাড়া পুলিশ ।
মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে , গতবছর অগাষ্ট মাসে শিব মন্দির থেকে একটি মোটর বাইক চুরি যায় । শুভ্রজ্যোতি অধিকারী নামে এক ব্যক্তি তার মোটরবাইকটি রাস্তায় পার্ক করে বাজার করছিলেন ।
সেই সময় উধাও হয়ে যায় তার মোটরবাইকটি ।
বিষয়টি নিয়ে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুভ্রজ্যোতি অধিকারী । চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল মাটিগাড়া থানার পুলিশ । অবশেষে মিলল সাফল্য ।
গতকাল সলকাভিটা থেকে ওই চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করতে সক্ষম হয় মাটিগাড়া থানার পুলিশ । এই ঘটনায় দিবাকর সিংহ ওরফে শিবা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ । শিবা নিউ রঙিয়া জোতের বাসিন্দা । ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে ।