শিলিগুড়ি , ২ জানুয়ারী : চুরির ১২ ঘণ্টার মধ্যে ইরিক্সা উদ্ধারের পাশাপাশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
আব্দুল আজিজ নামে এক ব্যক্তির ইরিক্সা গতকাল রাতে চুরি হয় পশ্চিম ধনতলা এলাকা থেকে ।
ইরিক্সা চুরির ঘটনার বিষয়ে তিনি তৎক্ষণাৎ ছুটে এসে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ । বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি মার্ডার মোড় এলাকা থেকে বিরাজ বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে ওই ইরিক্সাটি উদ্ধার করে ।
কাশ্মীর কলোনী এলাকাতে লুকিয়ে রাখা ছিল ওই ইরিক্সাটি । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠায় । অপরদিকে আদালতের নিয়মকানুন মেনে ইরিক্সার মালিক আব্দুল আজিজকে ই রিক্সাটি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে । চুরির ১২ ঘণ্টার মধ্যে পুলিশের অভিযানে দুষ্কৃতী গ্রেপ্তার এবং ই রিক্সা উদ্ধারের ঘটনায় খুশি ইরিক্সা মালিক ।