শিলিগুড়ি , ২৯ ডিসেম্বর : পাবের মধ্যে মদের বোতল দিয়ে মাথায় আঘাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ।
ধৃত যুবকের নাম মহম্মদ আজিজ চৌধুরী। সে ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগরের বাসিন্দা। তবে সে কয়েকদিন ধরে ৪৩ নম্বর ওয়ার্ডে বসবাস করছিল । শুক্রবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ । শনিবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি তোলা হয়| জেলা আদালত তাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ।
এই মাসের শুরুর দিকে নন্দলাল সরকার সেবক রোডে এক বন্ধুর পাবে গিয়েছিলেন। নন্দলালের অভিযোগ, পাব থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ দু'জন তাঁর ওপর হামলা চালায়।
তার মাথায় মদের বোতল দিয়ে আঘাত করা হয় । ঘটনার তদন্তে নেমে আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ । অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ |