শিলিগুড়ি , ২৯ জানুয়ারী : সোমবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা সংলগ্ন এলাকায় সামাজিক প্রকল্প ও সুবিধা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস , বুলুচিক বরাইক , সাবিনা ইয়াসমিন , মেয়র গৌতম দেব , সচিব ভিপি গোপালিকা সহ অন্যান্যরা।
অনুষ্ঠান মঞ্চ থেকে দরাজ হাতে চা বাগানের শ্রমিকদের উদ্দেশ্যে একের পর এক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এদিন মূলত, জলপাইগুড়ি জেলার ১২ টি চা বাগানের ৫ হাজার ৩৩ জন ও আলিপুরদুয়ার জেলার ৮ টি চা বাগানের ৭ হাজার ৪৪ জনকে পাট্টা প্রদান করেন মুখ্যমন্ত্রী । সব মিলিয়ে দু’দফায় রাজ্য সরকার ২ লক্ষ ২৬ হাজার গৃহ পাট্টা , ১ লক্ষ ৫৮ হাজার কৃষি পাট্টা , ৫০ হাজার চা বাগানের পাট্টা প্রদান করল ।
এছাড়াও দার্জিলিং , কার্শিয়াং , কালিম্পং ও মিরিকে চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদানের জন্য সমীক্ষা শুরু হয়েছে । ওই বিষয়ে জিটিএ চিফ অনিত থাপাকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সচিবের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীতে রাজ্য সরকার চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদানের জন্য ১৪ টি জেলার ৩৫ টি চা বাগানের জমি অধিগ্রহণ করবে |
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পুরনিগমের অধীনে থাকা ২৫০ টি উদ্বাস্তু কলোনিতে বসবাসকারী মানুষদের “উত্তরণ” আবাস যোজনার অধীন পাট্টা দেওয়ার প্রক্রিয়া শুরুর জন্য মেয়র গৌতম দেবকে নির্দেশ দেন। পাশাপাশি এদিন বক্সা জঙ্গলে বসবাসকারী ২০৩ টি পরিবারকে বনছায়া প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।