August 10, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Security : ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে নতুন পোর্টাল চালু হল শহরে

শিলিগুড়ি , ৯ অগাষ্ট : শিলিগুড়িতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে নতুন পোর্টাল চালু হল আজ |

শিলিগুড়ি শহরে ভিন রাজ্যের অপরাধীদের দৌরাত্ম্য রুখতে পুলিশের উদ্যোগে চালু হল টেন্যান্ট ইনফরমেশন পোর্টাল । রাখি পূর্ণিমার দিন এই পোর্টালের উদ্বোধন করলেন শহরের মেয়র গৌতম দেব । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি. সুধাকর এবং এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গার।

পুলিশ সূত্রে জানা গেছে , সাম্প্রতিক সময়ে এটিএম লুঠ , সোনার দোকানে ডাকাতির মতো একাধিক অপরাধে ভিনরাজ্যের দুষ্কৃতীদের যোগ মিলেছে । অধিকাংশ ক্ষেত্রেই এই অপরাধীরা শহরে ভাড়া বাড়িতে বসবাস করছিল । এই কারণে বাড়িওয়ালাদের জন্য ভাড়াটিয়ার সমস্ত তথ্য পুলিশে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে । নিয়ম ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পুলিশ কমিশনার।

পোর্টালের মাধ্যমে বাড়িওয়ালা , পুরনিগম এবং বোরো অফিস—সবার পক্ষেই অনলাইনে ভাড়াটিয়ার তথ্য আপলোড করা সম্ভব হবে ।

মেয়র গৌতম দেবের মতে , এই পদক্ষেপ শহরের নিরাপত্তা বাড়াবে এবং অপরাধের হার কমাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *