শিলিগুড়ি , ২২ এপ্রিল : বেঙ্গল সাফারি পার্কে ফের নতুন অতিথির আগমন। এবার একটি ফুটফুটে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের জন্ম হল বেঙ্গল সাফারি পার্কে । ফলে খুশির হাওয়া বেঙ্গল সাফারি পার্কে । জন্মের পর মা ও ওই ভাল্লুক শাবক দু’জনেই সুস্থ রয়েছে ।
রয়্যাল বেঙ্গল বাঘের পর এই প্রথম সাফারি পার্কে ভাল্লুকের জন্ম হল। ফলে এখন বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সংখ্যা বেড়ে হল ছয়টি । ২৭ মার্চ রাতে হিমালয়ান ব্ল্যাক বিয়ার বা ভাল্লুক দম্পতি ফুরবু ও ধ্রুব এর ঘরে জন্ম নেয় ভল্লুক শাবক । বর্তমানে শাবক সহ ফুরবুকে নাইট শেল্টারে নজরদারিতে রাখা হয়েছে । চব্বিশ ঘন্টা তাদের নজরদারিতে রাখা হয়েছে । যদিও নিজের শাবককে একদমই কোল ছাড়া করছে না মা ফুরবু।