April 26, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

College : দুই দিবসীয় জাতীয় কর্মশালা আয়োজিত হল

শিলিগুড়ি , ২৬ এপ্রিল : শিলিগুড়ি কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার ও আইকিউএসির যৌথ উদ্যোগে এবং ইনফ্লিবনেট এর সহযোগিতায় অনুষ্ঠিত হল দুই দিবসীয় জাতীয় কর্মশালা “বৌদ্ধিক সম্পদ অধিকার ও স্টার্ট-আপের জন্য আইপি ব্যবস্থাপনা”।

গুয়াহাটি বিশ্ববিদ্যালয় , সিকিম বিশ্ববিদ্যালয় এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৮২ জন প্রতিনিধি অংশ নেন এই কর্মশালায় । এই কর্মশালার বিশেষ আকর্ষণ ছিল উত্তরবঙ্গের প্রথম কলেজ স্তরের প্রাতিষ্ঠানিক ডিজিটাল রিপোজিটরি (IDR)-র উদ্বোধন ।
শিলিগুড়ি কলেজ এবং ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির মধ্যে চুক্তি (MOU) স্বাক্ষরের মাধ্যমে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে উঠেছে । এখন থেকে ছাত্রছাত্রীরা বিরল বই ও গবেষণামূলক কাজের সামগ্রী অনলাইনে পড়ার সুবিধা পাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *