শিলিগুড়ি , ২৪ জানুয়ারী : সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে যে কোন রকম নাশকতা রুখতে তৈরি শিলিগুড়ি পুলিশ প্রশাসন ।
প্রতিবছরের মত এ বছরও সাধারণতন্ত্র দিবসের আগে নাকা তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ ।
রাজ্যের সংরক্ষিত স্থানগুলির পাশাপাশি শহরের বিভিন্ন রাস্তাগুলিতে চলছে বাড়তি নজর । রেলওয়ে স্টেশন , বিমানবন্দর , ওয়েল টার্মিনাল সহ সংরক্ষিত স্থানে বাড়তি নজরদারির বন্দোবস্ত করেছে পুলিশ ।
রেল সেতু গুলির উপরে বাড়তি নজর রাখছে জিআরপি এবং আরপিএফ ।
শিলিগুড়িতেও কড়া নজরদারি শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা । শিলিগুড়ির হিলকার্ট রোড , সেবক রোড , বর্ধমান রোড সহ প্রধান সড়ক গুলোতে আচমকা চলছে নাকা তল্লাশি । যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ । পাশাপাশি শিলিগুড়ি শহরের শপিংমল এবং বাজার গুলিতেও চলছে পেট্রোলিং।
শহরের বিভিন্ন স্থানে লাগানো সিসিটিভি তে নজর রাখছে পুলিশ । অতন্দ্র প্রহরী শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মীরা । টার্গেট একটাই , শান্তি শৃংখলা রক্ষা করা।