October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Law : কেন্দ্রের আইন সংশোধন নিয়ে সরব হলেন মন্ত্রী

শিলিগুড়ি , ৯ ডিসেম্বর : দিনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল তৃণমূল লিগ‍্যাল সেলের সম্মেলন ।

দার্জিলিং জেলা তৃণমূল লিগ‍্যাল সেলের উদ্দ‍্যোগে এই প্রথম শিলিগুড়ি শহরের দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল লিগ্যাল সেলের সম্মেলন ।
এদিনের সম্মেলনে রাজ্যের প্রায় ২ হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, ক্রীড়া ও যুব বিষয়ক বিভাগের মন্ত্রী অরূপ বিশ্বাস । সেলের মুখ‍্য উপদেষ্টা মেয়র গৌতম দেব।

এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের আইন সংশোধন নিয়ে সমালোচনায় সরব হন আইন মন্ত্রী মলয় ঘটক । তিনি জানান , এত বড় মাপের আইনজীবীদের সন্মেলন এর আগে শিলিগুড়িতে হয়নি । রাজ্যের প্রায় ২০০০ হাজার প্রতিনিধি উপস্থিত হয়েছেন। তিনি জানান আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তাদের এই আইনজীবী সংগঠন লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে । আগামীতে কেন্দ্রের আইন সংক্রান্ত তিনটি বিলের বিরোধিতায় আন্দোলনে সরব হবেন তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *