November 11, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Hospital : জেলা হাসপাতালে মকড্রিল


শিলিগুড়ি , ১১ নভেম্বর : যে কোন আগুনের ঘটনা ঘটলে তা প্রাথমিক ভাবে মোকাবিলা করে বড় দূর্ঘটনা থেকে রক্ষা করা যায় সেজন‍্য দমকলের সহযোগিতায় মকড্রিল হয়ে গেল জেলা হাসপাতালে।
জেলা হাসপাতালের উদ‍্যোগে স্বাস্থ্য কর্মীদের মধ্যে আগুন নিয়ে সচেতন করেতে বিশেষ মকড্রিল অনুষ্ঠিত হল। কোন বড় আগুনের ঘটনায় ভয় না পেয়ে প্রাথমিক উপায়ে সেই আগুন নেভানোর বিভিন্ন উপায় মকড্রিল এর মধ্যে তুলে ধরেন দমকল কর্মীরা।

হাসপাতাল চত্বরে আগুন নেভানোর বিভিন্ন সিলিন্ডার কিভাবে আগুন নেভাতে সহায়তা করবে সেই সব তুলে ধরা হয় এই মক ড্রিলে । বিস্তারিত বিষয়টি তুলে ধরেন শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ।

তিনি জানান প্রথমে এই বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে । এরপর মকড্রিলের মধ্যে তা তুলে ধরা হল। এরপর উচ্চ পর্যায়ের সকলের অনুমতি নিয়ে হাসপাতালে ডেমো স্টেশন করার ইচ্ছা রয়েছে । এটা হলে স্বাস্থ্য কর্মীরা এ বিষয় খুব উপকৃত হবেন |





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *