শিলিগুড়ি , ২ জানুয়ারী : পুলিশের ভ্যান দেখে ফুলবাড়ী ক্যানেলে লাফ যুবকের । বর্তমানে নিখোঁজ সেই যুবক ।
ফুলবাড়ী ক্যানেলের সামনে চলছিল পার্টি , এনজেপি থানা পুলিশের ভ্যান দেখে ক্যানেলের জলে লাফ দিয়ে পালিয়ে যায় বেশ কয়েকজন যুবক । তবে তাদের মধ্যে এক যুবক বর্তমানে নিখোঁজ । পুলিশের অনুমান সাঁতার না জানার কারণে ক্যানেলের জলে হয়তো তলিয়ে গিয়েছে সেই যুবক ।
নিখোঁজ যুবকের নাম আকাশ । এই নিখোঁজ যুবকের সাথেই ক্যানেলে পার্টি করছিল এমন দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে থানায় নিয়ে এসেছে পুলিশ । আজ সকালে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ক্যানেলে নামিয়ে সেই যুবকের খোঁজে তল্লাশি চালায় ।