June 23, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : দুর্ঘটনার পর নিখোঁজ বাইক চালক

শিলিগুড়ি , ১৫ জুন : ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কে গতকাল রাতে একটি বাইকের সঙ্গে সাইকেলের দুর্ঘটনা ঘটে একই গ্রামের দুই যুবকের । ঘটনায় বাইক চালক এখনও ও নিখোঁজ চাঞ্চল্য গ্রাম জুড়ে ।

বিনয় গোপ নামে ওই যুবক একটি প্রাইভেট সংস্থায় কাজ করে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন । সেই সময় বাড়ির কাছে একটি ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে । এক আটো চালক দু’জনকে পড়ে থাকতে দেখেন । পাশে থাকা একটি পেট্রোল পাম্পে গিয়ে ঘটনাটি জানান । স্থানীয় বাসিন্দারা সাইকেল চালককে রাস্তায় পড়ে থাকতে দেখেন । তাকে উদ্ধার করে প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে পড়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ । তবে বাইক চালক ওই বিনয় গোপের বাইক ও মোবাইল উদ্ধার হয়েছে । কিন্তু রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন তিনি । এ বিষয়ে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে ।

স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসন সকলেই তার খোঁজখবর শুরু করেছে । অন্যদিকে পরিবারের তরফ থেকে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সব জায়গাতে খোঁজখবর করা হচ্ছে । কিন্তু তার খোঁজ মিলছে না । এই ঘটনা শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের কদমি জোত গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সেই যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন গ্রামের সাধারণ মানুষ। কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছে না । এই ঘটনা পরিবারের লোকজন চিন্তায় রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *