শিলিগুড়ি , ২৮ জানুয়ারি : ভারত থেকে নেপালে পাচারের আগে লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত , গ্রেপ্তার চার | বড় সাফল্য এসএসবির । শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাংকিতে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করল এসএসবি | পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করল এসএসবির জওয়ানরা |
সশস্ত্র সীমা বল এসএসবির ৪১ তম ব্যাটলিয়নের ‘সি’ কোম্পানির জওয়ানরা টহল দেওয়ার সময় রাত সাড়ে সাতটা নাগাদ পানিট্যাংকির আইসিপি নিউ ব্রিজে একটি চার চাকার গাড়ি তল্লাশি চালাতেই ২২ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করে এবং চার জনকে আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি চালায় জওয়ানরা | ওই গাড়িটি ভারত থেকে নেপালের দিকে যাচ্ছিল ।
গাড়িটির আরোহীদের কাছ থেকে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয় । এসএসবির ধারণা এই অর্থ অবৈধভাবে সীমান্ত পার করে পাচারের উদ্দেশ্যে ছিল।
এই ঘটনায় এসএসবি ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং চার জনকে আটক করে ।
ধৃতদের নাম , অমর বাহাদুর থাপা , রাজু কৌসিলা , ভীম বাহাদুর কৌসিলা | এরা তিনজনই মেঘালয়ের বাসিন্দা । অপর ধৃত প্রেম কুমার সন্ন্যাসী দার্জিলিং এর বাসিন্দা |
এস এস বি জানিয়েছে উদ্ধার হওয়া অর্থ , যানবাহন এবং আটক ব্যক্তিদের আইন অনুযায়ী পানিট্যাঙ্কি শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে ।
দুদিন আগেই ভারত নেপাল সীমান্তে শিলিগুড়ির এক ব্যবসায়ীকে প্রচুর অর্থ সহ আটক করেছিল এসএসবি ।

