শিলিগুড়ি , ১২ এপ্রিল : চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে নয়া কমিটি গঠন রাজ্যের। এক্সপার্ট টিম দ্রুত সমীক্ষা চালিয়ে রাজ্যের হাতে রিপোর্ট তুলে দেবে । আজ শিলিগুড়িতে পি ডব্লুউ ডি রেস্ট হাউসে ন্যূনতম মজুরি নিয়ে ২০ তম বৈঠক শেষে একথা জানান শ্রমমন্ত্রী মলয় ঘটক।
সেইসঙ্গে তিনি জানান , আইনি জটে আটকে রয়েছে কিছু বন্ধ বাগান। সেই জটিলতা কাটিয়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। ৩ মাস টানা বাগান বন্ধ থাকলে সংশ্লিষ্ট চা বাগানের লিজ বাতিল করবে রাজ্য।
চা বাগানের শ্রমিকদের জমির পাট্টাও দেওয়া হবে।
“রাজ্যের আশ্বাসে আশ্বস্ত শ্রমিক নেতারা। তাদের দাবী, এই ইস্যুতে ডান-বাম সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে।” বললেন চা শ্রমিকদের।যৌথ মঞ্চের আহ্বায়ক জিয়াউল আলম।