শিলিগুড়ি , ২৮ অক্টোবর : দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় গত রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি আসবাবপত্রের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় । ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে | যার ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়ায় । মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী । প্রায় পাঁচটি ইঞ্জিনের তৎপরতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । তবে ততক্ষণে দোকানগুলির সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায় । প্রাথমিকভাবে অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ।
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। তার সঙ্গে উপস্থিত ছিলেন ১ নম্বর বোরোর চেয়ারম্যান , ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর , পুর বাস্তুকার ও অন্যান্য আধিকারিকরা । মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
মেয়র গৌতম দেব বলেন , এই কঠিন সময়ে শিলিগুড়ি পুরনিগম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের পাশে রয়েছে । প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের বিষয়ে পুরনিগম সমস্তরকম সাহায্য করবে।
স্থানীয় ব্যবসায়ী মহলে এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে । পুরনিগমের আশ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কিছুটা আশার আলো দেখছে

