June 24, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Gold : সোনা পাচারকারী চক্রের মূল পাণ্ডা গ্রেপ্তার

শিলিগুড়ি , ১৬ মে : সোনা পাচারকারী চক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । দফতর সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সুমন কর্মকার।তার বাড়ি কোচবিহার জেলার দিনহাটায় ।

বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে শিলিগুড়ির দফতরে ডেকেছিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । জেরায় অসঙ্গতি ধরা পড়ায় পরে তাকে গ্রেপ্তার করে আধিকারিকরা । গত ১১ এপ্রিল সেন্ট্রাল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এর দল শিলিগুড়িতে বিহারের একটি বড় সোনা চোরাচালান চক্রকে ফাঁস করে।

পাচারকারীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিআরআই দল দুই রিসিভারকে গ্রেপ্তার করে । সেই ঘটনায় বিধুভূষণ রায় , কোচবিহারের পুন্ডিবাড়ি , বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা দিনেশ পারেখ এবং মনোজ কুমার সিনহা নামে তিনজনকে গ্রেপ্তার করা হয় |

তাদের জিজ্ঞাসাবাদ করার পর এই মূল পাণ্ডার খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা পরে সুমন কর্মকারকে গ্রেপ্তার করে । এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *