শিলিগুড়ি , ৬ ফেব্রুয়ারী : আন্তর্জাতিক মাদক পাচার চক্রের মূল পান্ডাকে ভিন রাজ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ( এসটিএফ)। বুধবার তাকে হরিয়ানার গুরগাঁও থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ধৃতের আসল নাম এন্ড্রিউ লিও ওবি ওরফে গুডলাক চিমেনজি মোয়াকাম্মা । সে আবার জিয়াদ আব্বাস নামেও পরিচিত । সে নাইজেরিয়ার বাসিন্দা হলেও ২০১২ সাল থেকে ভারতে গা ঢাকা দিয়েছিল। ধৃতের কাছ থেকে দুটা মোবাইল ও তিনটে পাসপোর্ট উদ্ধার হয়। তিনটে পাসপোর্টের মধ্যে দুটা জাল পাসপোর্ট বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। কিন্তু তার আসল পাসপোর্টটিরও মেয়াদ কয়েক বছর আগেই শেষ হয়েছে ।
গা ঢাকা দেওয়ার পর হরিয়ানার গুরুগ্রামের সানসিটি এভিনিউয়ের এক ফ্ল্যাটে গা ঢাকা দিয়েছিল ।
এই বিষয়ে সরকারি আইনজীবী নিলয় রায় বলেন , “এই এন্ড্রিউ মাদক পাচার চক্রর সঙ্গে জড়িত । বিচারক তদন্তকারী অফিসারকে যাবতীয় তথ্য জমা করা নির্দেশ দিয়েছেন । বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।”