January 21, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরদিনাজপুর

Crime : পুলিশি এনকাউন্টারে মৃত সাজ্জাকের প্রধান সহযোগী বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার

উত্তর দিনাজপুর , ২১ জানুয়ারী : উওর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি চালানোর কান্ডে পুলিশি এনকাউন্টারে মৃত সাজ্জাকের প্রধান সহযোগী বাংলাদেশী নাগরিক আবুল হোসেন ওরফে আবাল কে গ্রেপ্তার করল পুলিশ ।

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার রসাখোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে । গত বুধবার ইসলামপুর আদালত থেকে দুই আসামিকে রায়গঞ্জ সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় পাঞ্জিপাড়ায় রাস্তায় পুলিশকে গুলি চালিয়ে পালিয়ে যায় করণদিঘীর ব্যবসায়ী খুনের অভিযুক্ত আসামি সাজ্জাক আলম ।

এই কান্ডের মূল অভিযুক্ত সাজ্জাক গত শনিবার ভোর ৫ টা নাগাদ পুলিশের এনকাউন্টারে মারা যায়। আর তার পরের দিন রবিবার সাজ্জাককে পালানোর সহযোগিতা করে দেওয়ার মূল পান্ডা পুলিশের হাতে গ্রেপ্তার হয় ।

রায়গঞ্জ ও ইসলামপুর পুলিশের বড় সাফল্য বাংলাদেশী নাগরিক আবুল হোসেন ওরফে আবাল অর্থাৎ সাজ্জাকের মূল সহযোগীকে গ্রেপ্তার করা। গোয়ালপোখর থানায় তাকে রাখা হয় । আজ তাকে আদালতে তোলা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *