Khabar Samay Bangla Blog ঘটনা Examination : শিলিগুড়ির ৩৬ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা
ঘটনা

Examination : শিলিগুড়ির ৩৬ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা

শিলিগুড়ি , ১০ ফেব্রুয়ারী : আজ থেকে শুরু হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা । এবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাতটি থানার অন্তর্ভুক্ত মোট ৩৬ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে । চলতি বছর মাধ্যমিক দিচ্ছে মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী । গত বছরের থেকে যা ৬২ হাজার বেশি । এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন ছাত্র এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী রয়েছে । পাশাপাশি রাজ্য জুড়ে মোট ২৬৮৩ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এ বছর । ৪২৩ জন ‘কাস্টোডিয়ান’ থাকছেন । তাদের কাছে ইতিমধ্যেই প্রশ্নপত্র চলে গিয়েছে । গত বছরের মতো এ বছরেও কড়া নজরদারিতে পরীক্ষা হচ্ছে । মোবাইল বা ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ রয়েছে ।

সোমবার প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা । এদিন সকাল থেকেই শিলিগুড়ির সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিড় দেখা যায় পরীক্ষার্থীদের । এবার সকাল ১০.৪৫ থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয় | সকাল ১১ টা থেকে পরীক্ষার্থীরা উত্তর লেখা শুরু হয় ।

এ বছর শহর শিলিগুড়িতে বিশেষভাবে নিরাপত্তায় রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । একদিকে যেমন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তায় থাকছে পুলিশ মোতায়েন , ঠিক তেমনি ট্রাফিক সচল রাখতেও একাধিক উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ ।

এছাড়াও থাকছে ২৫ টি মোটরসাইকেল মোবাইল যা পরীক্ষার্থীদের দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার সুবিধা দিতে রাখা হয়েছে । এছাড়াও ১০০ অথবা ২৬৬২২১০ ডায়াল করলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা পেতে পারবে মাধ্যমিক পরীক্ষার্থীরা । সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে জোরদার নিরাপত্তা শহরের সমস্ত পরীক্ষা কেন্দ্রে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version