December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা জীবনধারা দেশ

Funeral : শেষ বিদায় সিদ্ধান্ত ছেত্রীকে

শিলিগুড়ি , ৭ মে : কফিনবন্দী হয়ে বাড়িতে ফিরল কাশ্মীরে রাজৌরিতে তল্লাশি অভিযানে আতঙ্কবাদী হামলায় শহীদ দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের বাসিন্দা সেনা জওয়ান সিদ্ধান্ত ছেত্রী ।

শনিবার জম্মু থেকে বায়ু সেনার বিশেষ বিমানে তার শবদেহ বাগডোগরা বিমানবন্দরে বায়ুসেনা ছাউনিয়ে পৌঁছয়। সেখান থেকে রাতে তার বাড়িতে পৌঁছায় মৃতদেহ । এদিন মৃতদেহ তার বাড়িতে পৌঁছতেই স্থানীয় মানুষরা তাকে একবার শেষ দেখতে ভিড় জমায় । এদিন স্থানীয় মানুষদের পাশাপাশি সেনাবাহিনীর আধিকারিকারা তার বাড়িতে উপস্থিত হয় এবং শ্রদ্ধা নিবেদন করেন। জানা গিয়েছে রবিবার দুপুরে রীতিনীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় । গান স্যালুট দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়।


					

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *