September 24, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Fraud : জমি প্রতারণা মামলায় শিলিগুড়ির ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বিহার পুলিশ

শিলিগুড়ি , ২৪ সেপ্টেম্বর : প্রায় ৬৯ লক্ষ টাকার জমি প্রতারণা মামলায় গ্রেপ্তার শিলিগুড়ির ব্যবসায়ী |


প্রায় ৬৯ লক্ষ টাকার জমি প্রতারণা মামলায় বিহারের মুঙ্গের জেলা পুলিশ শিলিগুড়ির ভক্তিনগর থানার বোতল কোম্পানি এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম বিবেক পোদ্দার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , বিবেক পোদ্দার এবং তার সহযোগী মুঙ্গের জেলার জামালপুর নিবাসী ঘনশ্যাম আগরওয়ালকে শিলিগুড়ির আমবাড়ি এলাকায় জমি দেওয়ার আশ্বাস দেয়। অভিযোগ , জমি দেওয়ার নামে তারা বিভিন্ন সময়ে আলাদা আলাদা অ্যাকাউন্টে মোট ৬৯ লক্ষ টাকা নেয় | কিন্তু মাসের পর মাস কেটে গেলেও জমি দেওয়া হয়নি বলে অভিযোগ ।

ঘনশ্যাম আগরওয়ালের অভিযোগ , তিনি বারবার জমি দেওয়ার দাবি করলেও অভিযুক্তরা তাকে এড়িয়ে যেতে থাকে । শেষ পর্যন্ত তিনি জামালপুর থানায় বিবেক পোদ্দার , সচিন রামপুরিয়া এবং আরও কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন ।

ভুক্তভোগী জানান , গত বছর চিকিৎসার কাজে শিলিগুড়ি আসার সময় তার সঙ্গে বিবেক পোদ্দার সহ অন্যদের আলাপ হয় । সেই সময় অভিযুক্তরা তাকে জমি কেনার প্রলোভন দেয় এবং বিশ্বাসে এনে লক্ষ লক্ষ টাকা আদায় করে ।

পুলিশ জানিয়েছে , দীর্ঘদিন ধরে জামালপুর পুলিশ অভিযুক্তদের খুঁজছিল এবং ভক্তিনগর থানার সহযোগিতায় বিবেক পোদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশের দাবি , এই মামলায় আরও কয়েকজন জড়িত রয়েছে , যাদের খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

গ্রেপ্তার হওয়া বিবেক পোদ্দারকে আজ জলপাইগুড়ি আদালতে ট্রানজিট রিমান্ডের জন্য হাজির করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *