শিলিগুড়ি , ১ সেপ্টেম্বর : নাবালিকা স্কুল ছাত্রীদের জোর করে কলকাতায় নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার এআইডিএসওর জেলা সভাপতি সহ মোট চার কর্মী ।
রবিবার ঘটনা ঘিরে বাগডোগরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের সামনে উত্তেজনা ছড়ায় । জানা গিয়েছে , স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের অন্ধকারে রেখে স্কুল ছাত্রীদের কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল ।
এদিন স্কুল ছুটি থাকলেও ছাত্রীরা স্কুলের সামনে জমায়েত করলে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে এআইডিএসওর কর্মীরা তাদের সমাবেশে যোগ দিতে কলকাতায় নিয়ে যাচ্ছে । যার কোন অনুমতি স্কুল কর্তৃপক্ষ অথবা অভিভাবকদের কাছ থেকে নেয়নি তারা ।
স্কুল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ । এআইডিএসও জেলা সভাপতি কল্লোল বাগচী, নমিতা দাস , দীপা বর্মন ও প্রণয় মন্ডল কে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়েছে ।
অপরাধ
ঘটনা
Crime : নাবালিকা ছাত্রীদের অপহরণের অভিযোগে গ্রেপ্তার এআইডিএসওর চার কর্মী
- by Soumi Chakraborty
- September 1, 2025
- 0 Comments
- Less than a minute
- 282 Views
- 7 hours ago
