August 25, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Demand : কিশোরকে অপহরণ , প্রশাসনকে চাপে ফেলতে রাস্তা অবরোধ

শিলিগুড়ি , ২৫ অগাষ্ট : সেবক ফাঁড়ি থানার অন্তর্গত ১০ মাইল ফরেস্ট বস্তি এলাকা থেকে এক কিশোরকে অপহরণ করার অভিযোগ ওঠে । কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় সেবক ফাঁড়ি থানায় বিক্ষোভ দেখালো ওই কিশোরের পরিবারের লোকেরা । জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ।

শিলিগুড়ির কৃষ্ণ মায়া মেমোরিয়াল নেপালি হাই স্কুলের ছাত্র ঈশান গুরুং। শনিবার সন্ধ্যায় সেবক ফাঁড়ি থানার অন্তর্গত ১০ মাইল এলাকার বনবস্তি থেকে ওই কিশোরকে অপহরণ করে দুষ্কৃতীরা । এরপরই সেবক ফাঁড়ি থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় । তবে ঘটনার ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও কিশোরের কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠায় পরিবারের লোকেরা ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই দিন সন্ধ্যায় একটি গাড়িতে করে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে ওই কিশোরের সঙ্গে কথা বলছিল দুষ্কৃতীরা । এরপর আচমকাই তাকে গাড়িতে তুলে চম্পট দেয় দুষ্কৃতীরা । পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি প্রথমে সেবক ফাঁড়ির দিকে আসে এরপর সেখান থেকে ঘুরে শিলিগুড়ির দিকে চলে যায় । তবে ঘটনার পর থেকে আর কোনরকম খোঁজ মেলেনি কিশোরের ।

সোমবার নিখোঁজ কিশোরের পরিবারের লোকজন এসে সেবক ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় । এরপর বিক্ষোভকারীরা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । এদিন এই বিক্ষোভের জেরে বাংলা সিকিম এবং শিলিগুড়ি থেকে ডুয়ার্সগামী সমস্ত গাড়ি রাস্তা দুধারে দাঁড়িয়ে পড়ে ।

বিক্ষোভকারীদের দাবী অবিলম্বে ওই নিখোঁজ হওয়া কিশোরকে উদ্ধার করতে হবে । পুলিশ সূত্রে জানা গেছে cctv দেখে অপহরণ কারীদের খোঁজ শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *