March 12, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Crime : কিশোরী অপহরণের অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ৩ মার্চ : কিশোরী অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্ত |

১ মার্চ চোদ্দ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগ ওঠে নিউ জলপাইগুড়ি থানা এলাকায় । কিশোরীর পরিবারের তরফ থেকে নিউ জলপাইগুড়ি থানায় অপহরণের অভিযোগ দায়ের হয় । ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।

গতকাল রাতে ওই কিশোরীকে তিনবাত্তি মোড় থেকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । আদালতের নিয়ম মেনে কিশোরী স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি কিশোরীকে হোমে পাঠানো হয়।

অপরদিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রাকেশ রায়কে । রাকেশের বাড়ি শান্তিপাড়া এলাকায়। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *