শিলিগুড়ি , ১৫ জানুয়ারি : শহরের প্রধান নগর থানা এলাকার একটি স্কুলের সামনে থেকে ১২ বছর বয়সী এক নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল | তবে স্থানীয় বাসিন্দাদের সতর্কতা এবং মেয়েটির সদিচ্ছার কারণে অপহরণের চেষ্টা ব্যর্থ হয় ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী,আজ বিকেলে ঘটনাটি ঘটে । স্কুলের পর,নাবালিকাটি রাস্তার ধারে একটি টোটোর জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই একজন পুরুষ এবং একজন মহিলা একটি স্কুটারে করে এসে তাকে বলে যে তারা তাকে বাড়িতে নামিয়ে দেবে । মেয়েটি স্পষ্টভাবে জানিয়ে দেয় সে তাদের চেনে না এবং তাদের সঙ্গে যাবে না।
দুই অভিযুক্ত যখন মেয়েটিকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে তখন পথচারী ঘটনাটি লক্ষ্য করেন । তিনি তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন এবং স্থানীয়দের ঘটনাস্থলে ডাকেন। লোকজন যখন মেয়েটিকে জিজ্ঞাসা করে যে সে কি পুরুষদের চিনতে পারে, তখন সে স্পষ্টভাবে অস্বীকার করে । স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত ব্যক্তি সন্তোষজনক উত্তর দিতে পারেনি ।
ঘটনাস্থলে প্রচুর ভিড় জমে যায় এবং মেয়েটির পরিবারকে খবর দেওয়া হয় ।
পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের জন্য এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয় ।
ঘটনার খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে , মহিলা ও পুরুষ উভয়কেই আটক করে থানায় নিয়ে যায় । নাবালিকার পরিবার অপহরণের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করে প্রধান নগর থানায়।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, মেয়েটির পরিবার জানিয়েছে যে তারা এই ঘটনায় অত্যন্ত চিন্তিত এবং ভীত। তারা বলছেন, স্থানীয়রা যদি সময়মতো সতর্ক না থাকত, তাহলে তাদের মেয়ের সঙ্গে বড় কিছু ঘটতে পারত । অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার ।
প্রধান নগর থানা পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে |
অপরাধ
ঘটনা
Crime : নাবালিকাকে অপহরণের চেষ্টা ব্যর্থ করল স্থানীয়রা , গ্রেপ্তার দুই
- by Soumi Chakraborty
- January 15, 2026
- 0 Comments
- Less than a minute
- 199 Views
- 2 hours ago

